মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
দাম নিয়ন্ত্রণে চাল আমদানিতে শুল্ক কমানোর চিন্তা করছে সরকার ‘গণমাধ্যম যোগাযোগে ইসলামী মডেল’ গ্রন্থের মোড়ক উন্মোচন সবপক্ষের সাথে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে : উপদেষ্টা নাহিদ আবরার ফাহাদ হত্যা : বুয়েটে কী ঘটেছিল ৫ বছর আগে স্বৈরাচার আবার পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না : রিজভী হাজী সেলিম, সৈকত ও মানিককে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বন্যায় ফসল হারিয়ে মাথায় হাত তিস্তা পাড়ের কৃষকদের চীন-ভারত নয়, জাপানের অর্থায়ন হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু: আইজিপি

স্মার্টফোনে সবচেয়ে বেশি সময় কাটান যে দেশের মানুষ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

সারাক্ষণ স্মার্টফোনে বুঁদ হয়ে থাকছেন। কখনো সোশ্যাল মিডিয়া, কখনো নাটক-সিমেনা দেখা, কিংবা বই পড়া। এখন সহ কিছুই হচ্ছে স্মার্টফোনে। হাতে থাকা স্মার্টফোন দিয়েই বাসার বিদ্যুৎ, গ্যাসের বিল দিতে পারছেন ঘরে বসেই। স্মার্টফোনে কাজের শেষ নেই। ছোট থেকে বৃদ্ধরা সবাই ব্যবহার করছেন স্মার্টফোন। ছোটদের পড়াশোনা শেখানোর ভারও স্মার্টফোনের কাঁধেই। ফোনেই বিভিন্ন ভিডিও দেখে শিশুরা পড়া শিখছে। বড়রা খবর দেখা, সিনেমা, নাটক দেখা কিংবা কারো সঙ্গে যোগাযোগ সব কিছুর জন্যই আছে স্মার্টফোন। তবে জানেন কি কোন দেশের মানুষরা সবচেয়ে বেশি স্মার্টফোন ব্যবহার করেন।
ইওয়াই এবং এফ আইসিসিআইর করা সমীক্ষায় দেখা গেছে কোন দেশের মানুষ মোবাইলের বিভিন্ন অ্যাপে কতক্ষণ সময় কাটায়। এই তালইকায় শুরুতেই আছে ইন্দোনেশিয়া। তাদের সমীক্ষায় দেখা যায় ইন্দোনেশিয়ার মানুষ সারাদিনে বিভিন্ন অ্যাপে গড়ে ৬.১ ঘণ্টা সময় কাটান।
তালিকার দ্বিতীয় স্থানেই আছে থাইল্যান্ড। সে দেশের মানুষ বিভিন্ন অ্যাপের পিছনে সারাদিনে গড়ে ব্যয় করেন ৫.৬ ঘণ্টা। তৃতীয় স্থানে রয়েছে মেসির দেশ আর্জেন্টিনা। এখানকার মানুষ সারাদিনে ৫.৩ ঘণ্টা সময় কাটান মোবাইল অ্যাপে। সৌদি আরবের নাগরিকরাও মোবাইলের পিছনে সারাদিনে ব্যয় করেন ৫.৩ ঘণ্টা সময়। তারা রয়েছেন এই তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। সাম্বার দেশের মানুষ দিনের মধ্যে প্রায় ৫ ঘণ্টা মোবাইল ঘেঁটেই কাটিয়ে দেন।
এছাড়া সমীক্ষায় আরও দেখা যায়, গড়ে একজন ব্যক্তি প্রতিদিন তাদের ফোনে ৪ ঘণ্টা ৩৭ মিনিট সময় ব্যয় করেন। লোকেরা প্রতিদিন তাদের ফোন ৫৮ বার চেক করে। প্রায় ৫২ শতাংশ ফোন চেক হয় কাজের সময়। ফলে স্ক্রিন টাইম বেশি হওয়ার কারণে কাজে বিঘœ ঘটায়। সূত্র: হারমনি হেলথকেয়ার আইটি, রেসকিউ টাইম, এক্সপ্লোডিং টাইম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com