বৈষম্য বিরোধী প্রাণিসম্পদ মাঠ সহকারী ঐক্য পরিষদের উদ্যোগে ফেনী জেলার বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও গো খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও ডিজির নির্দেশনা বাস্তবায়নের লক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়োগ প্রাপ্ত ৯শ ৩০ জন “প্রাণিসম্পদ মাঠ সহকারী”দের এক (০১) দিনের বেতনের সমতুল্য টাকা দিয়ে বানবাসীমানুষের পাশা থাকার প্রতিশ্রুতি দেয় বৈষম্য বিরোধী এলএফএ ঐক্য পরিষদ। এরই প্রেক্ষিতে বন্যাকবলিত অঞ্চল ফেনীসহ কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজারের বন্যাদূর্গত বিভিন্ন উপজেলায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও গো খাদ্য বিতরন করা হয়। ত্রান সমাগ্রীর মধ্যে ছিল, চাল ৫ কেজি,ডাল ২ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, লবন ২ কেজি, আলু ১ কেজি, শুকনা মরিচ-৫০গ্রাম, পেয়াজ ২ কেজি, নাপা ঔষধ ১ পাতা, স্যালাইন ২ পাতা, ম্যাচ বক্স ১ টা, গো-খাদ্য ভূষি ২ কেজি ও ফিড ২ কেজি এবং খাবার পানি ১.৫ লিটার। এবিষয়ে সংগঠনটির নেতৃবন্দ বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যে কোন কার্যক্রমে আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।