শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

ফটিকছড়িতে বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিলেন বিজ

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন জাতীয় বেসরকারী সংস্থা এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। বৃহস্পতিবার (২৯শে আগস্ট) বিকালে ফটিকছড়ি ব্রাঞ্চ অফিসে দুর্গত ২শত পরিবারের মাঝে এইসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল জলিল। এ সময় তিনি বলেন, সারা বাংলাদেশের ন্যায় ফটিকছড়ি উপজেলার বন্যা দুর্গতদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিজ। আমাদের এস সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। এসময় সাব জোনাল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন, কম্প্লাইন অফিসার তুহিন পাল, শাখা ম্যানেজার দেলোয়ার হোসেনসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে ২শত পরিবারকে চাল, ডাল, আলু, তেল, লবন ও পিয়াজ উপহার সহায়তা হিসেবে প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com