শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

বান্দরবানে ছাত্র-জনতার মহাসমাবেশ

লামা (বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে এবং রাষ্ট্র রিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ করেছে। শনিবার (৩১ আগস্ট) দুপুর ৩টায় বান্দরবান পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব প্রাঙ্গণে মহাসমাবেশে মিলিত হয়। পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগির কবির, জেলা কমিটির সহ-সভাপতি এম রুহুল আমিন, পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সভাপতি মোঃ আসিফ ইকবাল, সাংবাদিক মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক পার্বত্য নাগরিক পরিষদ লামা উপজেলা, এসময় জেলা ও উপজেলা নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা পাহাড়ে চাঁদাবাজি ও অস্ত্রবাজি বন্ধের দাবি জানিয়ে বলেন, উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান পদে বাঙালি প্রতিনিধিসহ তিন পার্বত্য জেলা পরিষদে সদস্য নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে সকল সম্প্রদায় হতে জেলা পরিষদে সদস্য মনোনয়নের দাবি জানাই। বক্তারা আরো বলেন, পার্বত্য চট্রগ্রামে বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন কর্তৃক সশস্ত্র সংঘাত, হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। সকল সরকারি চাকরি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উপবৃত্তি ইত্যাদির ক্ষেত্রে বৈষম্যমূলক উপজাতি কোটার পরিবর্তে জনসংখ্যার অনুপাতে অনগ্রসর কোটা চালু করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের জন্য সমহারে কোটা নির্ধারণ করার দাবি জনানো হয় সমাবেশ থেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com