নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কল্লোল কুমার দত্ত ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী পুলিশ সুপার মোঃ মোকবুল হোসেন। সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুজনের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়। অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম অতি উৎসাহী হয়ে শিক্ষার্থীকে তুলে এনে বেদম মারধর করেন। শুধু তাই নয় পানি খেতে চাইলে প্রসাব খেতে বলে। এঘটনাটিকে নিয়ে শনিবার সকালে সৈয়দপুরের সাধারণ জনগন ওসির দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলো। মিছিলের খবরটি উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট পৌছলে তাদের দ্রুত প্রত্যাহার করা হয়। পরে বিক্ষোভকারীরা কর্মসূচী প্রত্যাহার করে। অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোঃ মোকবুল হোসেন জানান, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।