বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

ডিবিপ্রধানের দায়িত্বে রেজাউল করিম মল্লিক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। আজ রোববার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ পদায়নের কথা জানানো হয়। ডিএমপি সূত্র জানায়, ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের প্রায় সব পর্যায়ে রদবদল হচ্ছে। কোনো কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে। গত ৫ আগস্ট সরকারের পতনের পরদিন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তাঁর স্থলে আইজিপি করা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে। ৭ আগস্ট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে। ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে। এ ছাড়া অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার ও ওসি পর্যায়ের কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com