চট্টগ্রামের ফটিকছড়িতে পূর্ব শত্রুতার জেরে মাছের প্রজেক্ট এর পাড় কেটে দেয়ায় ৬ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। গত ২ সেপ্টেম্বর উপজেলার পাইন্দং ইউনিয়নস্থ উত্তর পাইন্দং আশ্রয়ন প্রকল্পের নতুন ৮০ ঘরের বাসিন্দা ইউনুস সদাগরের মাছের প্রজেক্টে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ইউনুস সওদাগর বাদী হয়ে মোঃ সুজন(৫৫), রুহুল আমিন প্রকাশ মন্ত্রী, মোঃ জাফর(২২), মো: ইসমাইল(২৫) সহ ৭-৮ জনকে অজ্ঞাত নামা উল্লেখ করে ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিবাদীরা সবাই উত্তর পাইন্দং আশ্রয়ন প্রকল্পের পুরাতন ৮০ ঘরের বাসিন্দা। অভিযোগকারী ইউনুস সওদাগর জানান, বিগত ৩ বছর পূর্বে আমি মোহাম্মদ নুরুল আবছারের নিকট হতে ২০ বছরের জন্য উত্তর পাইন্দং আশ্রয়ন প্রকল্পের পাশে একটি মাছের প্রজেক্ট লিজ নিই। যাহার সম্পূর্ণ মালিকানা মোহাম্মদ নুরুল আবছারের নিকট। কিন্তু বিবাদীগণ উক্ত প্রজেক্টের জায়গা পাবে মর্মে আমার সাথে বিরোধ সৃষ্টি করে। তার জের ধরে বিগত ৩ বছর যাবৎ বিবাদীগণ আমার মাছের প্রজেক্ট এর নানা রকম ক্ষতিসাধন করার চেষ্টা করে আসছে এবং নানা সময়ে ক্ষতি করেছে। উক্ত প্রজেক্ট এ আমার প্রায় দশ লক্ষ টাকার বিনিয়োগ হয়েছে। আমি লিজ নেওয়ার পর থেকে বিবাদীগণ আমাকে নানা রকম হুমকি-ধমকি প্রদান করে আসছে। গত ২ সেপ্টেম্বর পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৭/৮ ব্যক্তি মিলে আমার মাছের প্রজেক্ট এর পাড় কেটে দেয়। যার ফলে আমার প্রজেক্টে থাকা প্রায় ৬/৭ লক্ষ টাকার মাছ প্রজেক্ট থেকে পানির সাথে চলে যায়। পূর্ব বিরোধের জের ধরে বিবাদীগণ আমার সাথে শত্রুতা করে আমার মাছের প্রজেক্ট এর পাড় কেটে আমার বড় ধরনের ক্ষতি সাধন করে। আমার আয়ের একমাত্র উৎস এই মাছের প্রজেক্ট। এছাড়াও ১,৩ ও ৪ নং বিবাদী আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। যদি আমি প্রজেক্ট এর আশে পাশে যায় তাহলে আমাকে প্রাণে মেরে লাশ সহ গুম করে ফেলবে মর্মে হুমকি প্রদান করে। ১নং বিবাদী আরো হুমকি প্রদান করে যদি আবার প্রজেক্ট এ মাছ চাষ করতে যায় তাহলে আবারো আমার প্রজেক্টের ক্ষতি সাধন করবে। এমতাবস্থায় আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে তিনি তার প্রজেক্ট ও মাছের ক্ষতিপূরণ সহ নিরাপত্তা চেয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্তরা ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানান। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক জুয়েল জানান তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।