মাননীয় উপদেষ্টা মহোদয়,
ছাত্র-জনতার আনন্দোলনের ফসল হিসেবে বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে পবিত্র দায়িত্ব গ্রহন করায় আপনাকে অভিনন্দন। আপনি সাবেক পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার। আপনার অভিজ্ঞতা অনেক অনেক বেশি। তাই আপনার কাছে আমাদের প্রত্যাশাও অনেক। আপনি অবগত আছেন, “যুক্তরাজ্যের ভিসা প্রসেসিং কার্যক্রম শুরু হয় ঢাকায় কিন্তু পাসপোর্টে ভিসা সংযুক্ত করার জন্য পাসপোর্টকে পাঠানো হয় ভারতে। সেখান থেকে কার্যক্রম সমাপ্ত করে আবার পাসপোর্ট ফেরত পাঠানো হয় ঢাকায়, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। এ ছাড়াও রোমানিয়া সহ অনেক দেশের ভিসার জন্য সশরীরে যেতে হয় ভারত কিংবা অন্য কোনো দেশে, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর, ব্যয়বহুল ও অসম্মানজনক” তাই আপনার কাছে বিনয়ের সঙ্গে আকুল আবেদন, যাতে ভবিষ্যতে আমাদের দেশের কোনো ব্যক্তির পাসপোর্ট পাঠিয়ে কিংবা কোনো ব্যক্তিকে ভারত অথবা অন্য কোনো দেশে গিয়ে ভিসা আনতে না হয়। ঢাকায় বসেই যেন সকল দেশের ভিসা সহজে ও নিরাপদে পাওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
লেখকঃ
শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
nayeemhomoeopharmacy@gmail.com