শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে হুশিয়ার করলেন:জয়নুল আবেদিন ফারুক

ইকবাল হোসেন:
  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটুক্তি করবেন এদেশের জনগণ এটা মেনে নেবে না। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে খুনি হাসিনার দোসররা এখনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বহাল এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট হোতাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন,যে ব্যক্তি বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল অসংখ্য মায়ের বুক খালি করেছে। ইলিয়াস আলী চৌধুরী আলমসহ অসংখ্য বিএনপি নেতাকে গুম করেছে সেই শেখ হাসিনা আজ আর নেই। ভারতে পালিয়ে গেছে। তাই আজ আমরা স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারি।
তিনি বলেন, আজ শেখ হাসিনা নাই। তারপরও কেন আমাদের রাজপথে দাঁড়াতে হবে? কারন আমাদের ভয় হয়। শেখ হাসিনার ১৬ বছর শাসনে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গরীব দুঃখীর পেটে লাথি মেরেছে। তার দোসর বিভিন্ন জায়গায় এখনো প্রতিষ্ঠিত তারা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাই অন্তর্র্বতীকালীন সরকার কে বলবো তারা যেন আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষদেরকে শোষণ না করে।
বিরোধী দলের সাবেক এই চীফ হুইপ বলেন, হিন্দুস্থানের প্রতিরক্ষা মন্ত্রী আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন। কিন্তু বাংলাদেশের কিছুই না। আপনি বাংলাদেশ নিয়ে কটুক্তি পূর্ণ কথা বলবেন বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। পূর্বে কখনো মানেনি এখনো মানবে না। আপনি বাংলাদেশকে বাজারে রূপান্তরিত করবেন সেটা হবে না। আপনি এটা শেখ হাসিনার গোলামের সরকার পান নাই। এটা কিন্তু আবু সায়ীদের রক্তের সরকার। ছাত্র জনতা গণ আন্দোলনের সরকার। এ সরকারকে অবহেলা করার কিছু নাই।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় স্বপদে বহাল আছে। তারা এখনো থাকে কি করে। অবিলম্বে তাদের ব্যবস্থা করুন। অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী,মোটর-চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন বাঁকাউল সহ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com