চট্টগ্রামের ফটিকছড়িতে আল্-জামেয়াতুল ইসলামিয়া আজাদী বাজার মাদ্রাসার সাবেক মোহতামিম দুর্নীতির দায়ে বহিষ্কৃত মাওলানা হাবিবুল্লাহ আজাদী কর্তৃক পুনরায় মাদ্রাসা দখলের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মামুনুর রশিদ। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, বিগত বছরের ২৫ জুলাই শুরা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে দূণীতির অভিযোগে মাদ্রাসার সাবেক মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ আজাদীকে অব্যহতি দেওয়া হয়েছে। এরপর বিভিন্ন জনকে মাদ্রাসার খেদমতে নিযুক্ত করেও মাদ্রাসার পড়ালেখাসহ বিভিন্ন খাতের কোন উন্নতি হয়নি বরঞ্চ অবনতি হয়েছে। শেষতক গত ২মে জরুরী শুরা বৈঠকে আল্লামা সালাউদ্দীন সাহেবকে মোহতামিমের দায়িত্ব দেয়ার পর মাদ্রাসার যাবতীয় কার্যক্রমে শৃঙ্খলা ফিরে মাদ্রাসার কাজে গতি ফিরে আসে। সুষ্ঠু সুচারু রুপে মাদ্রাসা কার্যক্রম চলতে থাকে। হঠাৎ একটি মহল আবারো মাদ্রাসার পরিবেশ অস্থিতিশীল করতে নানান অপতৎপরতা শুরু করে। বর্তমানে মাদ্রাসা সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে তথাকথিত শুরা বৈঠকের নামে আগামী ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাদ্রাসা দখল করে দুর্নিতির দায়ে বহিষ্কৃত মাত্তঃ হাবিবুল্লাহ আজাদীকে পুনরায় মাদ্রাসায় বসানোর পাঁয়তারা চালাচ্ছে। যা মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসির মধ্যে চরম আতংকের সৃষ্টি করেছে। এমতাবস্থায় ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানটি রক্ষায় শুরা বৈঠকের নামে মাদ্রাসা দখলের চক্রান্ত ও বিশৃঙ্খংলা সৃষ্টির অপতৎপরতা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারি সংস্থার নিকট অনুরোধ জানান। এসময় মাওলানা জাফর উল্লাহ, নুরুল আলম মেম্বার, মোহাম্মদ মুছা সওদাগর, মোহাম্মদ রফিক, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ নুরুল হুদা, মাও: সোলাইমান, মাও: ইলিয়াছসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।