শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিষ মুক্ত করেই লাউ চাষে সফলতা পেয়েছেন সাজেদুল ইসলাম

সঞ্জীব সরকার (উল্লাপাড়া) সিরাজগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বিষ প্রয়োগ না করেই লাউ চাষ করে সফলতা পেয়েছেন উল্লাপাড়ার লাউ চাষি সাজেদুল ইসলাম। তার মাত্র ১৭ শতাংশ জমিতে বিষমুক্ত লাউ চাষ করে সারা ফেলেছেন কৃষকদের। তার এ পদ্ধতিতে লাউ চাষ দেখে অনেকই এগিয়ে আসছেন। বলছিলাম উল্লাপাড়ার কয়ড়া ইউনিয়নের রতনদিয়ারের লাউ চাষি সাজেদুল ইসলামের সফলতার কথা। সরজমিনে গিয়ে দেখা যায়, মাচাঁয় থাকা সবুজ লাউয়ের প্রতিটি ডগায় ফুটছে সাদা ফুল। মাচার নিচে ঝুলছে লাউ আর লাউ। তার এই মালচিং পদ্ধতিতে ও বিষমুক্ত লাউ চাষের সফলতা দেখে অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেখতে এসেছেন নিচ্ছেন পরামর্শ। তার চাষকৃত লাউ পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি টাকা আয় করছেন কৃষক সাজেদুল ইসলাম। বাজারে প্রতি পিস লাউ বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকায় ছোট বড় দেখে এমনটাই জানান। জমিতে প্রচুর পরিমাণ লাউ গাছে ধরায় এবং বিক্রি করে ভালো দাম পাওয়ায় তার পরিবারে এসেছে স্বচ্ছলতা। সামনে আরো বড়ো পরিসরে লাউ চাষ করবেন বলে তিনি জানান। কৃষক সাজেদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, জমি থেকে ইরি-বরো ধান উত্তলন করে বর্ষার আগে উচু জমিতে চাষ দিয়ে প্রস্তুত করে লাউয়ের বীজ বোপন করি ৩ মাস আগে ১৭ শতাংশ জমিতে। জমির চারপাশে জাল দিয়ে বেড়া , মাচা ও জৈব সার দেওয়া বাবদ খরচ হয়েছে ৭ হাজার টাকা। জমিতে গাছের পরিচর্যা ও আগাছা নিজেই পরিস্কার করি যার ফলে বাড়তি টাকা দিতে হয় না শ্রমিকদের। বীজ বপনের পর সঠিক ভাবে গাছগুলো পরিচর্যা করায় ৪০ থেকে ৪৫ দিনের মধ্য লাউ গাছে ফুল আসতে শুরু করে। ফুল আসার পর ১৫ থেকে ২০ দিনের মধ্য গাছ থেকে উত্তোলন করতে পারি। গাছগুলোতে কোন রকম ক্যামিকেল ব্যবহার করছি না। গাছের চারপাশে জৈব সার ব্যবহার করা হয়। যার ফলে লাউগুলো একদম বিষমুক্ত। আমরা এখন সবকিছুতে ফসল ফলানোর জন্য ক্যামিক্যাল ব্যবহার করি। তাই ক্যামিকেল ছাড়া চাষ পদ্ধতি মানুষের ছড়িয়ে দেওয়ার চেস্টা করছি। সপ্তাহে দুই দিন হাট বাজারে ৪ থেকে ৫ হাজার টাকার মতো লাউ বিক্রি করে এছাড়াও অনেকে সময় বাড়ির উপর থেকে বিক্রি করি। আশা করি এই জমি থেকে এ বছর ২ লাখ টাকার মতো লাউ বিক্রি করতে পারবো। উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলার ইরো বরো ধান জমি কাটার পর বর্ষার সময় বাড়তি আয়ের জন্য অনেকেই উচু জমিতে সবজি চাষ করে থাকে। লাউ উৎপাদনে অন্যান্য সবজি তুলনায় পরিশ্রম কম হওয়ার কারনে অনেক কৃষক মালচিং লাউ চাষে লাভবান হচ্ছে। অনেকেই এ পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছেন। কৃষি অফিস সব সময় সবজি চাষিদের পরামর্শ দিয়ে আসছে। কৃষকদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com