বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সকল ষড়যন্ত্র রুখে দেবে নির্যাতিত দেশবাসী-মিজানুর রহমান চৌধুরী

হাবিবুর রহমান নাসির ছাতক
  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বিগত ১৬টি বছর এ দেশের মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে রেখেছিল। জুলুম-নিপীড়ন, হত্যা-গুম চালিয়ে ক্ষমতার মসনদ দখল করে রেখেছিল অবৈধ আওয়ামী সরকার। বার-বার মানুষের ভোটাধিকারকে হরণ করায় দেশবাসী আওয়ামী ফ্যাসীবাদ সরকারকে ভোট চোর হিসেবে আক্ষায়িত করেছে। অবৈধভাবে ক্ষমতার মসনদ দখলে রাখতে সকল রাষ্ট্রযন্ত্রকে দলীয় প্রতিষ্ঠানে পরিনত করেছিল শেখ হাসিনা। মেগা প্রকল্পের নামে দেশের টাকা লুটপাট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচতে খুনী হাসিনা দেশ ছেড়ে পালালেও দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এদেশের রাজনীতিতে আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনের ষড়যন্ত্র করছে একটি দালাল গোষ্ঠি। সকল ষড়যন্ত্রকে রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
একটি গ্রহযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠার না হওয়া পর্য়ন্ত বিগত দিনের মতো সর্বস্তরের নেতাকর্মীকে রাজপথে থাকার আহবান জানান তিনি। শনিবার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে কালারুকা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও, ছৈলা-আফজলাবাদ, দোলারবাজার ও উত্তর খুরমা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন। উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দীনের সভাপতিত্বে এবং ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠিক সম্পাদক আবু সুফিয়ান, দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম। বক্তব্য রাখেন, উপজেলা বিএপির আহবায়ক কমিটির সদস্য নুরুল হক, মিজানুর রহমান আমরু, আপ্তাব আলী, সামসুল হক মেম্বার, উপজেলা বিএনপি নেতা মুজিবুর রহমান, আবু নছর, মাষ্টার আব্দুল লতিফ, মতিউর রহমান, সাদিকুর রহমান সাদিক, সিলেট মহানগর বিএনপি নেতা আলী আমজদ, আনোয়ার হোসেন ময়না, বিএনপি নেতা জামাল উদ্দীন, মুশফিকুর রহমান, এখলাছুর রহমান, বদর উদ্দীন, মাসুক আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা জিল্লুর রহমান মানিক, সাজ্জাদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা লায়েক চৌধুরী, ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কবির আহমদ, আব্দুস শহীদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ সুমন, মানিক মিয়া, ফয়েজ আহমদ, কামাল হোসেন, জেলা ছাত্রদলের সদস্য আবু তালেব, আমির আলী, সিলেট মহানগর ছাত্রদল নেতা হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com