শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

বরিশাল বিএম কলেজে ছাত্রলীগের দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে মাদক সেবন, ছাত্রলীগের দখলদারিত্ব ও সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঐ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে কলেজের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ, কামরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মহসিন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী এস এম হাসান রাজু, লাবণ্য রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন, আকবর মমিন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সাহেদ। সমাবেশ এ শিক্ষার্থীরা বলেন বিএম কলেজ ক্যাম্পাসে এখন প্রকাশ্যে মাদক সেবন হচ্ছে। অবিলম্বে এই মাদক সেবন প্রতিহত করতে হবে। একটি পক্ষ ক্যাম্পাসে দখল ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার জন্য শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে। শিক্ষার্থীরা বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা এখনো ক্যাম্পাসে প্রকাশ্যে অবস্থান নিয়ে নিচ্ছেন। তাদেরকে প্রতিহত করার জন্যই এই আন্দোলন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com