সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে পেস বোলারদের উত্থান হয়েছে। এখন স্পিনারদের সঙ্গে তারাও দলের জয়ে অবদান রাখছেন। গেলো পাকিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে পেসাররা নিয়েছেন ১০ উইকেট। বাংলাদেশে পেস বোলারদের উত্থানে মুমিনুলকে কৃতিত্ব দিলেন তামিম ইকবাল।
চলতি বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তামিম। সেখানেই পেস বোলারদের নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘অনেকে ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ডের (বাংলাদেশের সাবেক বোলিং কোচ) কথা বলবেন। কিন্তু আমার মতে বাংলাদেশে পেস বোলারদের উথথানের সবচেয়ে বড় কৃতিত্ব মুমিনুলের।’ এর ব্যাখায় জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘মুমিনুল যখন অধিনায়ক ছিলেন ঘরোয়া ক্রিকেটে প্রত্যেক অধিনায়ক কোচকে পেসারদের প্রতি ইনিংসে অন্তত ১৫-২০ ওভার করে বোলিং করাতে বলতেন। আমি তার অধীনে খেলেছি। ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচে আমি তাকে স্পিনারদের আগেভাগে আনতে বললে সে আমাকে বলেছিল পেসাররা এখানে যথেষ্ট বোলিং না করলে কিভাব শিখবে।’