রংপুরের গঙ্গাচড়ায় সর্বত্র ব্যাটারী চালিত রিকশা ভ্যানের দাপটে সাধারণ পথচারীরা অসহায় হয়ে পড়েছেন। বেপরোয়া গতিতে চলা এসব যানবাহনে জীবনের ঝুঁকি নিয়েই আরোহণ করতে হচ্ছে যাত্রীদের। তবে সবচেয়ে বেশি বিড়ম্বনায় শিকার হচ্ছে রাতের বেলায়। ব্যাটারী চালিত এসব যানবাহনের সম্মুখভাবে রাতে যে লাইট জ্বালানো হয় সেটির আলো চারদিকে বিস্তারিত হওয়ায় পথচারীদের দৃষ্টিকে বিড়ম্বনায় ফেলে দেয়। এমনকি নিয়মানুযায়ী লাইটের উপরিভাগে কোন প্রকার রং বা শেড না দেয়ায় ওই লাইট হতে বিচ্চুরিত অতি বেগুনী রশ্মি পথচারীদের স্বাভাবিক দৃষ্টিতে প্রভাব ফেলছে। এক পরিসংখ্যানে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিযনে বিভিন্ন এলাকায় প্রায় ৫ হাজার রিকশা ভ্যান রয়েছে। এগুলোর মধ্যে অধিকাংশই ব্যাটারী চালিত। স্থানীয় প্রযুক্তিতে তৈরি এসব যানবাহনগুলোর গতির তুলনায় নিয়ন্ত্রণের জন্য যে প্রযুক্তি রয়েছে তা অনেক সময় ঠিকমত কাজ না করায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। তাছাড়াও এসব যানবাহনের অধিকাংশ চলাচলের অনুপযুগি। ১৫ থেকে ২০ বছরের উঠতি বয়সী চালকরা। এদের নিয়ন্ত্রণে কারও মাথা ব্যাথা নেই।