গাজীপুরে ভূমি ব্যবস্থাপনায় টঙ্গী রাজস্ব সার্কেল এসিল্যান্ড হিসেবে গত ২০২৩ সালের ১৫ই মার্চ যোগদান করেন তামান্না রহমান জ্যোতি। যোগদানের পর থেকে অফিসকে ঘুষ ও দালাল মুক্ত করার ঘোষণা দেন। পাশাপাশি সাধারন মানুষকে সহজে সেবা দিতে বেশ কিছু কার্যকরী উদ্যোগ গ্রহন করেন। সেবা গ্রহিতারা যেন অল্প সময়ে সহজেই সেবা পেতে পারেন এবং দালাল দ্বারা প্রতারিত হতে না হয় সেজন্য তামান্না রহমান জ্যোতির দপ্তরকে সাধারন মানুষের জন্য উন্মুক্ত করেন। দূর দূরান্ত থেকে অনেক মানুষ তার অফিসে এসে তাদের সমস্যার কথা বলে সমাধান নিয়ে যেতেন। সরকারী কর্মকর্তা হিসেবে তিনি এক বছরে গাজীপুরের টঙ্গী সার্কেলে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার যোগদানের সময় ৬৫০টি মিস কেস ছিলো কিন্তু তার আন্তরিকতায় প্রোমশন নিয়ে যাওয়ার বেলায় মাত্র ২৫৩টি তে নেমে আসে মিস কেস্। ভূমি সেবায়, সেবা প্রার্থীদের ভোগান্তি কমাতে ৪৫ দিনের নামজারী কমিয়ে করেছেন ২৮ দিনে। টঙ্গী সার্কেলের কাশিমপুর, টঙ্গী ও গাছাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৬ একর সরকারী সম্পত্তি (খাস জমি) দখল মুক্ত করেছেন। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। তিনি বলেন, আমি গাজীপুরে যোগদান করার পরে অফিসে এসে ভূমি সেবায় দালালদের আনা-গুনা দেখতে পাই। আমি তা শক্ত হাতে দমন করি। আমার সময়ে কোন দালাল আশ্রয় প্রস্রয় পায়নি পাবেও না। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। বাকি জীবন মানুষের সেবা করার চিন্তা মাথায় রেখেই কর্ম করে চলেছি। তিনি আরও বলেন, ভূমি নামজারি ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ব্যাতিত কেউ অতিরিক্ত টাকা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা নেব। অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। নিধার্রিত খরচের বাইরে কেউ অতিরিক্ত টাকা নিলে প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতিকে (১৮৫৮১) টঙ্গী সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। তিনি ২০২২ সালের ১০ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ভূঞাপুর উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি সহকারী কমিশনার হিসেবে গাজীপুর ও ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। বিসিএস ৩৭ ব্যাচের মেধাক্রম অনুসারে ২৬তম হয়েছিলেন তামান্না রহমান জ্যোতি। তামান্না রহমান জ্যোতির নিজ জেলা কুড়িগ্রাম।