বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

কর্মকর্তা তানজিম নিহত: সেনাবাহিনীর বক্তব্য

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারের চকোরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকোরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকোরিয়া আর্মি ক্যাম্প হতে সেনাবাহিনীর একটি দল দ্রুত সেখানে যায়। এরপর আনুমানিক ৪ টার দিকে ওই গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭/৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পায়। তারা পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তানজিম ছারোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই পোস্টে আরও বলা হয়, লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন টাঙ্গাইলের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন। ঘটনাস্থল থেকে ৩ জন ডাকাতকে আটকসহ ১টি দেশীয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া, ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করা হয় বলে ওই পোস্টে বলা হয়। পোস্টে আরও বলা হয়, দেশের সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে। একইসঙ্গে সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com