সারা দেশের মতো চরফ্যাসন উপজেলায় ৯টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজা অনুষ্টিত হচ্ছে। শারদ মানি উৎসব ও আনন্দ। শারদীয় পূজা যাহাতে শান্তি নিবিঘœ ভাবে হয় তাতে প্রশাসনিক ভাবে ও অর্ন্তবর্তি কালিন সরকারের পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চরফ্যাসন কেন্দ্রিয় পূজা কমিটির সভাপতি বাবু পরেশ চন্দ্র দেবনাথ জানান আমাদের এলাকায় ৯টি পূজা মন্ডবে পূজা হবে। পৌর সভা ৪নং ওর্যাড শ্রী শ্রী কালী বাড়ি মন্দির, পৌর সভা ৪নং ওর্য়াড শ্রী শ্রী হরি বাড়ি, পৌর সভা ৩নং ওর্য়াড লক্ষী রানি মন্দির, পৌর সভা ৩নং ওর্য়াড, যুব হিন্দু সংগঠন, উত্তর ফ্যাসন ৫নং ওর্য়াড কালী মন্দির, দাসকান্দি ৪নং ওর্য়াড কালী মন্দির,দাসকান্দি জিন্নাগড় ৫নং ওর্য়াড স্বরুপ দাসের বাড়ি, নূরাবাদ রাধা গোবিন্দ মন্দির ও নীল কমল ৭নং ওর্য়াড শান্তি রঞ্জন বেপারী বাড়ি।