কিশোরগঞ্জের কটিয়াদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত প্রস্তুত্তিমুলক সভায় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ উসমান গণি, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের আমীর মোজাম্মেল হক জোয়ারদার, জাতীয় পাটির সভাপতি এড. মোঃ সেলিম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক বিপ্লব কুমার সাহা, সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, উপজেলার বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকগণ নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সমাধোনের বিষয়ে আলোচনা শেষে তাদের দাবী দাওয়া পেশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, আসন্ন দুর্গা পূজায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সমস্যা সমাধান করা হবে। উৎসব মুখর পরিবেশেষে পূজা উদযাপনের জন্য উর্ধ্বতনের নির্দেশ অনুযায়ী কটিয়াদী উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল প্রকারের সহযোগিতা করা হবে। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ পালন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতার প্রয়োজন। পূজারীদের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করে যাবেন।