ভারত সিরিজ শেষ হয়নি, সামনে কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। এরপরই বাংলাদেশের সাথে খেলার অপেক্ষায় আফগানিস্তান। নভেম্বরের শুরুতেই তাদের আতিথ্য নেবে টাইগাররা।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ নভেম্বর। দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। এখনো দেশের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারা আফগানিস্তান এই সিরিজ আয়োজন করবে আরব আমিরাতে। সবগুলো ম্যাচ হবে শারজাহতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপেরই পরপরই আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ব্যস্ত সূচির কারণে সেই সিরিজ স্থগিত করে দুই দেশের ক্রিকেট বোর্ড। এবার তাতে সংস্কার করে শুধু ওয়ানডে খেলবে দুই দল। সিরিজটা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। কেননা বর্তমান সময়ে দারুণ ফর্মে আছে আফগানিস্তান। সদ্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে দলটা।