গতকাল সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামির আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় উপজেলা চাল কল মালিক সমিতির কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর মুনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়ে অসৎ ব্যক্তিদের কারণে দেশে অশান্তি সৃষ্টি হয়েছে। সময় এসেছে এইসব দুর্নীতিবাজ অসৎ ব্যক্তিদের পরিহার করে সৎ ব্যক্তিদের মাধ্যমে দেশ শাসনের। সৎ লোকের শাসন ও আল্লাহর বিধান ছাড়া দেশে শান্তি আসতে পারে না। সনাতন ধর্মালম্বীরা একটি বিশেষ রাজনৈতিক দলের ভোট ব্যাংক বলে যে প্রচারণা চালানো হয় তা সঠিক নয়, প্রমাণ করতে ঝুকি নিতে হবে- ঝুকি না নিলে শান্তি আসবে না। নীতিগত আদর্শ মেনে সকল ভয়ভীতি উপেক্ষা করে জামায়াতকে সহযোগিতা করার জন্য সনাতন ধর্মালম্বীদের প্রতি আহ্বান জানান। উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আশরাফ আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আব্দুল হক সরকার। এছাড়াও আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাসুদ মিয়া, নায়েবে আমীর ওমর আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল গণি মন্ডল, যুব বিষয়ক সম্পাদক গুনাহার ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, কর্মপরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, নয়ন চন্দ্র দাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি রথিন্দ্রনাথ বসাক কালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বসাক, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক ছোটন চক্রবর্ত্তী, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের অরবিন্দ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শিবেন চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, প্রভাষক প্রলয় সাহা, বিশিষ্ট ব্যবসায়ী রমেন বসাক, প্রধান শিক্ষক গগন বর্মণ প্রমুখ নেতৃবৃন্দ। পরে উপজেলার ৬টি ইউনিয়ন, ২টি পৌরসভার মোট ৪০টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতিদের হাতে আর্থিক অনুদানের অর্থ প্রদান করা হয়।