শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন সম্পাদক পাভেল

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মহিবুল ইসলাম মিলনকে সভাপতি ও আসাদুজ্জামান পাভেলকে সাধারণ সম্পাদক করে ডিমলা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এর ২০২৪-২৫ সাল দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মহিবুল ইসলাম মিলন দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক মাতৃছায়া ডিমলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। আর আসাদুজ্জামান পাভেল দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক মুক্ত সকাল ডিমলা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। গত সোমবার বিকালে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি সংগঠনটির কার্যালয়ে মোহাম্মদ আলী সানুর সভাপতিত্বে ও জাহাঙ্গীর রেজার সঞ্চালনায় এক জরুরি সভায় জেলা কমিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ্ ও সাধারণ সম্পাদক আল-আমিন এঁর স্বাক্ষরিত দুই বছর মেয়াদে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ১৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি জাহাঙ্গীর রেজা (দৈনিক খবরপত্র), সহসাধারণ সম্পাদক বেলাল হোসেন (দৈনিক আলোকিত পত্রিকা) সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সানু (দৈনিক যুগের আলো), অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রানা বকুল (দৈনিক তিস্তা সংবাদ), দপ্তর সম্পাদক শাহীনুর ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), প্রচার সম্পাদক লাজু হোসেন (সাপ্তাহিক নীল চোখ), কার্যকরী সদস্য বাবু নিরঞ্জন দে (দৈনিক খবর), কার্যকরী সদস্য বাদশা সেকেন্দার ভুট্টু (দৈনিক মানব কন্ঠ), এছাড়াও সাধারণ সদস্য লেবু সরকার ও নুরনবী ইসলাম। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা কমিটির সভাপতি/সম্পাদক বলেন, ডিমলায় যে কার্যনির্বাহী কমিটি দেওয়া হলো সেই কমিটি যেন পূর্বের কমিটির চেয়েও সংবাদ প্রকাশে ভালো কাজ করে। সেই সাথে আরও বলেন, কোন অপশক্তি যেন ডিমলা রিপোর্টার্স ইউনিটির কোন ক্ষতি করতে না পারে এ জন্য আমাদের জেলা/ উপজেলা মিলে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com