যশোরের শার্শা উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা ২৯সদস্য বিশিষ্টি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) যশোর জেলা কমিটির সভাপতি সালেহা বেগম শার্শা উপজেলা কমিটির অনুমোদন দেন। বেনাপোল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে প্রধান উপদেষ্টা করে এই কমিটির সভাপতি মোঃ সাজেদুর রহমান ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাংবাদিক সুমন হোসাইন। কমিটির অন্যানরা হলেন-সাংবাদিক ফারুক আহমেদ, রফিকুল ইসলাম, সাংবাদিক এস এম মারুফ, ফারুক হাসান, রানা আহম্মেদ, মেহেদী মাসুদ শাকিল, আব্দুল হামিদ, মতিয়ার রহমান মতিন, এ্যাডঃ শফিকুল ইসলাম, মমতা সরকার, মাহমুদুল হাসান, মিজানুর রহমান, পারভেজ মোশারফ, শিশির কুমার সরকার, রাবেয়া খাতুন, সেলিম রেজা, দেবুল কুমার দাস, ইকরামুল কবীর, রাকিব উদ্দীন, সাগর হোসেন, মনিরুল ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, সেলিম আহম্মেদ, মোক্তার আলী, নয়ন হালদার ও রেদওয়ানুল ইসলাম সিমান্ত। উল্লেখ্য সুজনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো দেশ জুড়ে একটি ভালো সরকার গঠন করা। সুজন শুধু সুশাসন গঠনের চেষ্ঠা করে না পাশাপাশি সামাজিক সমস্যাগুলি সমাধান করার চেষ্ঠা করে। সচেতন নাগরিকদের নিয়ে গড়ে ওঠা সংগঠন সুজনের শার্শা উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও সুধীজনরা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।