শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে ভর্তি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
গতকাল বুধবার (২ অক্টোবর) তাকে রাজধানীরা উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে ডা. শায়লা চৌধুরী। তিনি বলেন, বাবার আগে থেকে স্কিমিক হার্ট ডিজিজ রয়েছে। এর মধ্যে আজ (বুধবার) সকালে তার ফুসফুসে সংক্রমণজনিত সমস্যার কারণে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেড অব কার্ডিওলজিস্ট অপর্ণা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. শায়লা চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। বি. চৌধুরীর ছেলে সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরী জানিয়েছেন, তার বাবা মঙ্গলবার সারা রাত শয্যাগত ছিলেন। এমনকি রক্তপাত হয়। তবে তার অবস্থা কতটা গুরুতর, এখনো তা বোঝা যাচ্ছে না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com