শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

দুই মাস পর কবর থেকে শফিকের লাশ উত্তোলন

নকলা (শেরপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

শেরপুরের নকলায় দুই মাস পর কবর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শফিকের লাশ উত্তোলন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত অবস্থায় ঢাকার কাচপুর ব্রীজের নিচে পুলিশের গুলির আঘাতে আহত হয় এবং আহত অবস্থায় হাসপাতালে নিলে তখন চিকিৎসা চলাকালীন মারা যায়। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে নকলা উপজেলার চিতলিয়া গ্রাম থেকে শেরপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে ওই যুবকের লাশ উত্তোলন করা হয়। শফিক স্থানীয় মৃত জুলহাসের ছেলে। ছাত্র আন্দোলনে নিহত শফিকের চাচাতো ভাই আবু হানিফার অভিযোগ, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত অবস্থায় ঢাকার কাচপুর ব্রীজের নিচে আমার ভাইকে হত্যা করা হয়। ৫ আগস্ট সকাল ১০টায় বাড়ি থেকে একটু দূরে একটি কবরস্থানে শফিকের লাশ দাফন করা হয়। এ ঘটনার পরে গত ১৫ আগস্ট মামলা নং-১৫(৮)২০২৪ প্রধান আসামী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরো কয়েকজনকে আসামি করে আদালতে হত্যা মামলা করার পর বৃহস্পতিবার (৩ অক্টোবর) শফিকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। প্রস্তত কারী কর্মকর্তা নারায়ণগঞ্জের এস আই ওলিয়ার রহমান বলেন, লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নিয়ে গ্রেফতার করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com