দীর্ঘদিন পর নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর সম্পুর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালেটের মাধ্যমে ১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন খন্দকার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন আলো। বুধবার দুপুরে সেনবাগ উপজেলা সদরে অবস্থিত ভোজন-বিলাস রেস্টুরেন্টের হল রুমে ক্লাবের সকল মিডিয়া কর্মীর উপস্থিতিতে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেনবাগে বিভিন্ন প্রেসক্লাবের সদস্যবৃন্দ একত্রিত হয়ে কয়েকটি ক্লাব ভেঙ্গে, সকল গ্রুপিং বাদ দিয়ে সেনবাগ উপজেলা প্রেস ক্লাবে একিভুত হয়ে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করে। ভোটে সভাপতি পদে প্রতিদ্বন্ধীতা করেছেন ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, ড নাছির উদ্দিন ও নিজাম উদ্দিন খন্দকার। সদস্যদের ব্যালেট ভোটের মাধ্যমে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানব জমিন প্রতিনিধি নিজাম উদ্দিন খন্দকার। পরে সভাপতি পদে প্রতিদ্বন্ধীকারী আবু নাছের ও ফখরুদ্দিন মোবারক শাহ রিপন কে সহ-সভাপতি পদে রাখা হয়েছে, এছাড়া সহ- সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরপত্র প্রতিনিধি মোহাম্মদ হারুন,মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফখর উদ্দিন, বিনা প্রতিদ্বন্ধীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলা উদ্দিন আলো। সহ -সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মনোয়ারুল হক, আমির হোসেন লিটন, মোঃ জিয়া উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম সমুন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ইলিয়াস, অর্থ সম্পাদক আবু জাহের জুয়েল,প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ মিন্টু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হারুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, শিক্ষার্থী/ছাত্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হৃদয়, সমাজকল্যাণ বিষযক সম্পাদক আবদুল মোতালেব,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রাজু,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল খালেক।।কার্য নির্বাহী সদস্য মাসুদুর রহমান, সামছুউদ্দিন লিটন, সাহাব উদ্দিন, জাকের হোসেন, মোশাররফ হোসেন, একে এম নোমান,মোঃ সফি উল্যা টিটু।