শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

ভাঙন আতঙ্কে তিস্তা নদী তীরবর্তী মানুষ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

লালমনিরহাটের তিস্তা নদীর পানি কমে গেছে। তবে ভাঙন আতঙ্কে রয়েছেন তিস্তা নদী তীরবর্তী এলাকার মানুষজন।গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল। এরপর তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলা সদরের গোকুন্ডা ইউনিয়নের গরিবুল্লা পাড়া, হরিণচওড়া এলাকার বেশকিছু এলাকা, খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার এলাকার আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে ও হরিণচওড়া এলাকার ছয়টি বাড়ী তীরবর্তী এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে এসব এলাকার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে।
সদর উপজেলার খুনিয়াগাছ আনন্দ বাজার এলাকার এনামুল হক জানান, শীতকালীন সবজি চাষাবাদের জন্য আমরা জমি প্রস্তুত করেছিলাম। এ বন্যায় আবাদি জমির পাশাপাশি আমাদের সকল বীজ নষ্ট হয়ে গেছে।
একই এলাকার লুৎফর রহমান বলেন, এ বন্যায় আমাদের ধানগুলো পানিতে ডুবে গেছে। আরো অন্যান্য ফসল পানিতে ডুবে যাওয়ায় আমরা বিপাকে পড়েছি।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলায় ৮৩৩ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত ছিল আর অন্যান্য ফসলি জমি ১৪৩ হেক্টর পানিতে নিমজ্জিত ছিল।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. সাইখুল আরিফিন জানান, পানিতে নিমজ্জিত ধান ক্ষেত থেকে পানি নেমে গেলে তেমন ক্ষতি হবে না। তবে অন্যান্য ১৪৩ হেক্টর জমির ফসলের পানি নেমে গেলে আমরা জানতে পারব কী পরিমান ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ছয়টি ফসলের ওপর প্রণোদনা দেয়ার ব্যাবস্থা করব। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনিল কুমার বলেন, আমরা কয়েকটি জায়গায় জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছি। এছাড়া আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সকল তথ্য প্রেরণ করেছি। অনুমতি সাপেক্ষে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলানো হবে। উল্লেখ্য, বন্যা পরবর্তী এসব এলাকায় সরকারের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আস সুন্নাহ ফাউন্ডেশন, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com