উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, শিক্ষা অর্জনের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক। শনিবার (৫ অক্টোবর) সকালে ফটিকছড়ি মেধাবৃত্তি পরিক্ষার বৃত্তিপ্রাপ্তদের পুরুস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপজেলা শহীদ শফিকুন নূর মাওলা বীর প্রতীক গণ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মিড়িয়া ব্যক্তিত্ব ও যুক্তরাজ্য প্রবাসী মাসুদুর রহমান। তিনি বলেন, এই বৃত্তি পরীক্ষা আজ সারা ফটিকছডিতে যেইভাবে সফলতার স্বাক্ষর রেখেছে তা প্রশংসার দাবি রাখে। বৃত্তিবোর্ডের সদস্য সচিব সুলতান রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় পরিক্ষা নিয়ন্ত্রক সাংবাদিক এম জুনায়েদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসহাক। বৃত্তি বোর্ডের চেয়ারম্যান মোদাচ্চেরুল হক মুক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম বার এসোসিয়েসনের পাঠাগার সম্পাদক একে করিম, ফটিকছড়ি বার এসোসিয়েসনের সাধারণ সম্পাদক এড. জহুরুল ইসলাম, ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক এনএম রহমত উল্লাহ, লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, রাঙ্গামাটিয়া আল মদিনা মহিলা মাদরাসার সভাপতি রফিক চৌধুরী, বৃত্তি বোর্ডের ভাইস চেয়ারম্যান ইয়াছিন মিয়া, রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজ উল্লাহ, আবুহান বক্তব্য রাখেন।