বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

নতুন বিপ্লবকে মানুষের সত্যিকারের মুক্তির বিপ্লবে পরিণত করতে হবে : সেলিম উদ্দিন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘ছাত্র-জনতার যুগপৎ বিপ্লবের মাধ্যমে দেশে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। দেশে ফিরে এসেছে ইতিবাচক পরিবেশ। শত-সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই গৌরবের বিজয়। তাই এই বিজয়কে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বরং এই নতুন বিপ্লব মানুষের সত্যিকারের মুক্তির বিপ্লব, শান্তির বিপ্লব, নিরাপত্তার বিপ্লব, উন্নতির বিপ্লব, সমৃদ্ধির বিপ্লব, ভালোবাসার বিপ্লব ও সম্প্রীতির বিপ্লবে পরিণত করে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
আজ রাজধানীর মোহাম্মদপুরের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর মধ্য থানা আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও মোহাম্মদপুর জোন পরিচালক জিয়াউল হাসান।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘দেশে দীর্ঘ পরিসরে অপশাসন-দুঃশাসন চলেছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান-আকিদা, বোধ-বিশ্বাস, আবেগ-অনুভূতি, তাহজিব-তামুদ্দন, আশা-আকাঙ্খার বিপরীতে অবস্থান নিয়ে চালানো হয়েছে স্বৈরাচারী, বাকশালী ও বিজাতীয় আদর্শের অপশাসন। ফলে দেশে কোনো উন্নতি হয়নি বরং রাষ্ট্রস্বত্তাকে পরিকল্পিতভাবে দুর্বল ও ভঙ্গুর করা হয়েছে। দেশ গড়ার পরিবর্তে সকল কিছুকে দলীয়করণ, আত্মীয়করণ, স্বজনপ্রীতি ও অপরাজনীতি চালু করা হয়েছে। শাসক গোষ্ঠীকে দেশের মালিক ও জনগণকে প্রজাতে পরিণত করা হয়েছে। তারা ভালবাসা ও আদর্শ দিয়ে দেশ শাসন করার পরিবর্তে দেশে প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি শুরু করেছে। দেশে কোনো সুনাগরিক তৈরির পরিবেশ সৃষ্টি করা হয়নি। মূলত, মানবরচিত মতবাদ দিয়ে দেশ শাসনের জন্যই আমাদের এই অধঃপতন হয়েছে। তারা পরিকল্পিতভাবে ধর্ম ও রাজনীতিকে আলাদা করে দেশকে এই পৈশাচিক রাষ্ট্রে পরিণত করেছে। তাই এবার দেশকে ঢেলে সাজানোর সময় এসেছে। তিনি অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।’
মহানগরী উত্তর আমির বলেন, ‘জামায়াত একটি আদর্শবাদী ও গণমুখী রাজনৈতিক সংগঠন। আমরা একটি আদর্শভিত্তিক জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যে আমরা দেশে প্রভূত সংখ্যক, স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আদর্শ নাগরিক সৃষ্টির কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রতিষ্ঠা করা হয়েছে অনেক দাতব্য প্রতিষ্ঠানও। আমরা বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। তাই বিরোধী শক্তি জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। আমরা সব সময় জবাবদিহির অনুভূতি নিয়ে কাজ করি। গণমানুষের মুক্তির সংগ্রামে আমরা সবসময়ই আপোষহীন। ধর্ম নিয়ে আমরা কোনো বিভেদ সৃষ্টি করি না। এদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সকল ক্ষেত্রে আল্লাহর বিধান ও রাসূল (সা:) অনুসৃত নীতি অনুসরণ করবে। আমাদের মূল মিশন হলো আল্লাহকে খুশি করা। আর এই সংগ্রাম আমরা জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে যাবো। ইনশাআল্লাহ।’ প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com