রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের তাহিরপুরে খাস কালেকশনের নামে দুর্নীতি: জেলা প্রশাসকের কাছে অভিযোগ নতজানু নীতির কারণে হাসিনা সীমান্ত হত্যার প্রতিবাদ করেননি খেলাধুলা শরীরিক ওমানসিক বিকাশ ঘটায় : রেজওয়ানুল হক পাটগ্রামের দহগ্রামে বন্যা কবলিত পরিবারের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তা প্রদান কালীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন ফটিকছড়িতে হামলার পর উল্টো মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ! লাকসামে ১৬৫ পরিবারকে স্পেন-বাংলাদেশ সোসাইটির নগদ অর্থ সহায়তা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নড়াইলে হরিলীলামৃত স্কুলের শিক্ষকদের সম্মানী প্রদান ফুলপুরে বন্যার মারাত্মক অবনতি রায়গঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

তারাকান্দায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহের তারাকান্দায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল আটক নিয়ে বিএনপির দু’পক্ষকে জড়িয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও মানববন্ধন হয়েছে। জানা যায়, তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ডিলার সোহাগ মিয়ার খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১৬০ বস্তা চাল বুধবার হরিয়াগাই বাজারে জনতা আটক করেন। এ ঘটনায় ডিলার সোহাগ মিয়া বাদি হয়ে শাহাদাত হোসেন ও জুবায়ের হোসেন তালুকদারসহ ৫ জনের বিরুদ্ধে তারাকান্দা থানায় চাল নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন। অপর দিকে লোনহালা গ্রামের সাদির মিয়ার স্ত্রী কার্ডধারী জামেনা খাতুন বাদি হয়ে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের নির্দেশনায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল অন্যত্র বিক্রি করে আত্মসাতের চেষ্টার অভিযোগ এনে ডিলার সোহাগ মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামির বিরুদ্ধে তারাকান্দা থানায় অপর একটি অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে গত শনিবার তারাকান্দায় ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, আগে হরিয়াগাই বাজার থেকে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দেয়া হতো।
নব নিযুক্ত ডিলার সোহাগ মিয়া গাবরগাতি বাজার থেকে চাল বিতরণ করার জন্য নিয়ে যাচ্ছিল। হরিয়াগাই পৌঁছলে লোকজন পূর্বের স্থান থেকেই বিতরণের দাবিতে আটক করেন। ফুলপুর বওলা ইউনিয়নের জনসভা থেকে ফেরার পথে মময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বিষয়টি জানতে পেরে বিরোধ নিষ্পত্তি করতে চালগুলো স্থানীয় মোঃ শাহাদত হোসেনের জিম্মায় রেখে আসেন। পরে উপজেলা খাদ্য কর্মকর্তা চাল বুঝে নেন বলে অঙ্গীকার পত্র দেন। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা জানান, খাদ্য কর্মকর্তা তথা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com