মা বসে থাকেন। ভাবেন আবরার ফিরে আসবে। মা বলে ডাকবে। কিন্তু না, আবরার আর আসে না। মায়ের অভিমানী মন তখন ভাবে, ‘আবরার হয়তো মাকে ভুলে গেছে। কাছে আসে না, মা বলে ডাকেও না। হয়তো মা বলে ডাকতেও চায় না।’
মা রোকেয়া খাতুন বলেন, ‘কিন্তু আমি তো মা। আমি তো আর ভুলে থাকতে পারি না। সব সময় মনে পড়ে ছেলের কথা।’ ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা। ওই মামলার রায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদ- এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদ- দেয় ট্রাইব্যুনাল। মামলাটি এখন উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়। আসামিদের ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় আছে।