শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

গাজা যুদ্ধের ১ বছর : স্থায়ী শান্তি চান গুতেরেস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি ও গোটা অ লের মানুষের দুর্ভোগ লাঘবের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
গাজা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, জাতিসঙ্ঘ আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের নীতি অনুসারে সকল বন্দীর মুক্তি, অ লজুড়ে দুর্ভোগের অবসান এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, ‘এত রক্তপাত ও বিভাজনের মধ্যেও আমাদের অবশ্যই আশা ধরে রাখতে হবে।’
গুতেরেস বলেন, ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের টেকসই সমাধান খোঁজার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যাতে উভয় পক্ষ এবং এ অ লের অন্যান্য দেশ একে অপরকে সম্মান করতে পারে এবং শান্তি ও মর্যাদার সাথে একসাথে বসবাস করতে পারে।
তিনি আরো বলেন, ৭ অক্টোবরের পর ভয়াবহ সহিংসতা ও রক্তপাতের ঢেউ শুরু হয়। এরপর থেকে শুরু হওয়া যুদ্ধ জীবন ধ্বংস করে চলেছে। এটি গাজার ফিলিস্তিনিদের এবং এখন লেবাননের জনগণের জন্য মারাত্মক মানবিক দুর্ভোগের কারণ হচ্ছে।
মহাসচিব শান্তি, আন্তর্জাতিক আইন পুনরুদ্ধার এবং সকল ভুক্তভোগী ও বেঁচে যাওয়াদের জন্য ন্যায়বিচারের আহ্বান জানান। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com