রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

রোমানুল ইসলাম সোহেব (দৌলতখান) ভোলা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের শিক্ষকদের প্রতি আহবান
দৌলতখানে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। জাতি গঠনে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ছাত্র-ছাত্রীরাই দেশের আগামীদিনে জাতির কর্ণধার। শিক্ষকরা শুধু অক্ষর জ্ঞান নয়, নৈতিক শিক্ষায়ও ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করেন । তাই দুর্নীতিমুক্ত নৈতিকমান সম্পন্ন জাতি গঠনে তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান।
ভোলার দৌলতখানে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি গঠন উপলক্ষে আলোচিত সভায় গতকাল মঙ্গলবার তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানিয়েছেন। জেলা সোনালী ব্যাংক সংলগ্ন সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। কমিটিতে দক্ষিণ সৈয়দপুর নুরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নোমানকে সভাপতি, গোপ্তগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক
আব্দুল হাইকে সাধারণ সম্পাদক, রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ হারুনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। অন্যদেরর মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, দৈনিক খবরপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আকবর হোসেন, ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com