পটুয়াখালী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফিন গতকাল গলাচিপা উপজেলায় শুভাগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণবাধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্রসমাজ, শারদীয় দুর্গাপূজা কমিটির প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক বলেন বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয় ও সাহসী জাতি, গত ৫ই জুলাই ২০২৪ ছাত্র জনতার আন্দোলনে দেশের সকল পর্যায়ে বৈষম্য সহ নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা ও অনিয়ম, দুর্নীতি প্রতিরোধে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার দেশকে সার্বিকভাবে সকলের প্রচেষ্টায় একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর গলাচিপা ক্যাম্প কমান্ডার বিপিএম, পিএসসি, মেজর মেহেদী হাসান,গলাচিপা থানার নবাগত অফিসার্স ইনচার্জ মোঃ আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সাত্তার হাওলাদার, সরকারি কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা, জামায়েতের ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার আমির ডাঃ জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। সভায় বিভিন্ন বিষয় নিয়ে সর্বশ্রেণী পেশার মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফোরকান কবির ,গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, বণিক সমিতি ও কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের মোঃ জাফর মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গলাচিপা উপজেলা গত ৫ জুলাই ঢাকায় পুলিশের গুলিতে মৃত ৫ জনের পরিবারের মাঝে জেলা প্রশাসক নগদ অর্থের চেক বিতরণ করেন। এছাড়া তিনি পূর্ব পাড় ডাকুয়া একজন নিহত ছাত্রের কবর জিয়ারত করেন, পরে গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির প্রতিনিধিদের সাথে দূর্গা পূজার সার্বিক খবরা খবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন।