শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

ইন্দুরকানীতে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও অবস্থান কর্মসূচি পালিত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালী ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে ইন্দুরকানী রুপারী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য ও মূল বিষয়বস্তু পাঠ করেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও প্রেসক্লাব সাবেক সভাপতি আলমগীর কবির মান্নু, সরকারি ইন্দুরকানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, প্রেসক্লাব সভাপতি এইচএম ফারুক হোসাইন, সিনিয়র সহ-সভাপতি শাহিদুল ইসলাম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি কেএম শামীম রেজা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, জাসাসের সদস্য সচিব ওবায়দুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আজিম মোল্লা, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাবীব আজাদ ও কর্মসূচী সমন্বয়কারী আলতাফ হোসেন প্রমুখ। বক্তরা তামাকজাত পন্যের ক্ষতিকর দিক তুলে ধরে সরকারের কাছে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন পাশাপাশি তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহারের দাবী জানান। বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং রূপসী বাংলা উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com