শেরপুরে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয় নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতি। পানিবন্দী হয়ে পড়ে এসব উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দেয় শুকনো ও বিশুদ্ধ পানির সংকট। ঠিক সেসময় বন্যাকবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে জাকের পার্টি। এবিষয়ে পার্টির নেতৃবৃন্দ জানান, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড: সায়েম আমীর ফয়সল এর নির্দেশে শেরপুর জেলা সদরের গাজীর খামার ইউনিয়নে জাকের পার্টি ও জাকের পার্টি ছাত্রফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে বন্যার্ত ২শ পরিবার এর মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে। ত্রান সামগ্রীর ভিতরে ছিল চাল, ডাল, পেঁয়াজ, লবণ, শুকনো মরিচ, সয়াবিন তেল ও আলু। ত্রান সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান অটল, ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ আতিকুর রহমান,শেরপুর জেলা ছাত্রফ্রন্ট এর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আহাম্মেদ, শেরপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হজরত আলী, স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহসানুল হক আকন্দ ,জাকের পার্টির ছাত্র ফ্রন্টসহ শেরপুর জেলার অন্যান্য নেতৃবৃন্দ ।