দশমীবিহীত পূজা ও দর্পন বিসর্জন মধ্য দিয়ে কলাপাড়ায় শেষ হয়েছে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা। শনিবার সকাল নয়টায় কলাপাড়ার ১৪ টি পূজা মন্ডপে দূর্গোৎসবের এ আনুষ্ঠানিকতা শেষ হয়। এসময় শাঁখ, উলুধ্বনী ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পুজা মন্ডপ। এর আগে শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচে গানে মেতে ওঠে যুবক যুবতীসহ হিন্দু ধর্মালম্বীরা। তবে তাদের হৃদয়ে ছিলো বিষাদের সুর। রাতের মধ্যে জেলার সকল মন্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা।