মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন পর্যটকদের পদচারণায় মুখরিত বদলে গেছে মানুষের জীবনযাত্রা ফটিকছড়ি প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য মাসুদুর রহমানের মায়ের মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা শেরপুরে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ওয়ালটন গ্রুপ বাগেরহাটে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত ফুলপুরে বন্যার পানি কমছে ধীরে গতিতে ভাসছে ক্ষয়ক্ষতির চিত্র কুড়িগ্রামে ২৪ কোটি টাকা ব্যয়ে পিটিআই এর ৬ তলা বিশিষ্ট একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ ফটিকছড়িতে বাবা ভান্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের ঢল ৫ গ্রামের জলাবদ্ধতা, মঠবাড়িয়ায় সুইসগেট নির্মাণের দাবীতে কৃষকদের মানববন্ধন মোংলায় নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রচারে ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত

জলঢাকায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জলঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

নীলফামারীর জলঢাকায় বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে নজরুল ইসলাম গং আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাকিব ইসলাম নামে এক ভুক্তভোগী পরিবার। ১৩ অক্টোবর (রোববার) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখা অফিস কার্যালয় এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন গোলনা ইউনিয়নের তালুক গোলনা ভীমের ধাপ এলাকার কপিল উদ্দিনের ছেলে ভুক্তভোগী সাকিব ইসলাম। লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদেরকে বলেন প্রতিবেশী নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছে। গত ১১ অক্টোবর নজরুল ইসলাম, আমির উদ্দীন, শফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, আলিফ নুর, অপেয়া বেগম, জুয়েল ইসলাম, শাহা আলম, আলম হোসেন, ফেন্সি বেগম ব্যাক্তিগণ তার বসত বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে বসতবাড়িতে ভাংচুর, লুটপাট করে অগ্নিসংযোগ ঘটায়। এমনকি তাকে প্রাণনাশের হুমকি দেয়। বিগত সময়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা অব্যাহত রেখেছে। তার বাবার পৈত্রিক সম্পত্তি ও বসতবাড়ি যেকোন সময় জবরদখল করতে পারে বলে সাকিব সহ তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, নজরুল ইসলাম গংদের আক্রমনে আমি সহ পরিবারের সবাই গুরুতর আহত হয়ে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছি। বর্তমানে সংবাদ সম্মেলনে এসব কর্মকান্ডের ন্যায় বিচারের দাবি জানিয়েছে সাকিব ইসলামের পরিবার। তিনি গত ১২ অক্টোবর ২০২৪ইং তারিখে জলঢাকা থানায় নজরুল ইসলাম সহ ১০ জন ও অজ্ঞাত ৮/১০ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলা করায় আসামিরা বিভিন্ন ভাবে তাকে হুমকি ধামকি অব্যাহত রেখেছেন। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল আসামিদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছে সাকিব ইসলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com