দক্ষিণ এশিয়ার আধ্যাত্মিক প্রাণপুরুষ গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর ১৬২ তম পবিত্র খোশরোজ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সোমবার অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী নানা কর্মসূচিতে খোশরোজ শরীফে লাখো আশেকান ও ভক্তের ঢল নামে? পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে গাউছিয়া রহমান মনজিল, গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, গাউছিয়া হক মঞ্জিল ও গাউছিয়া রহমানিয়া মুঈনিয়া মঞ্জিলের পক্ষ থেকে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়। রাতে দেশ-জাতির শান্তি ও মঙ্গল কামনা করে আখেরী মুনাজাত করেন গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন হজরত মাওলানা শাহসূফী ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী। এ সময় নায়েবে সাজ্জাদানশীন হজরত ছৈয়দ নূরুল বশর মাইজভান্ডারী উপস্থিত ছিলেন।