বাগেরহাটে বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রানী সম্পদ কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রানী সম্পদ কার্যালয় এসে শেষ হয়। ১১টায় প্রানী সম্পদ কার্যালয়ের হল রুমে বাগেরহাট প্রানী সম্পদ কর্মকর্তা শেখ সাহেব আলীর সভাপতিত্বে ও ফকিরহাট উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো: জাহিদুর রহমান এর সঞ্চালনায় এক আলো চনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দিনের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো: শাহীন আক্তার, মোড়েলগঞ্জ উপজেলা কর্মকর্তা ডা: মো: রেজাউল করিম, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, খামারী শেখ জাহিদ হোসেন প্রমুখ। সভায় খামারীদের উবৃদ্ব করনসহ ডিমের উৎপাদন বৃদ্বিতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।