মাদারীপুরের ডাসার উপজেলায় নবগ্রামে লক্ষ্মী পুজা উপলক্ষে আজ দুপুর ২টায় নবগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে মেলার আয়োজন করা হয়। মেলায় প্রসাধনী, বাহারী খাবার, খেলনা পণ্যসহ নানান রকম পসরা বসে। বেলা গড়ানোর সাথে সাথে মেলা উপভোগ করতে ভিড় জমে বিভিন্ন বয়সের মানুষের। মেলার সভাপতি বিপ্লব বাড়ৈ (বাবু) এটি পরিচালনা করেন।নবগ্রাম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সঞ্জীব তালুকদার বলেন আমি চাকুরিরসুবাদে গত দুই বছর এই মেলা উপভোগ করার সুযোগ পেয়েছি, এটি এখানকার মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতির এক আদি নিদর্শন। এই মেলা ডাসারের মানুষের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় করে। অনুপম পাত্র মেলা কমিটির অন্যতম সমন্বয়ক, ডাসার উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ, ডাসা উপজেলা বলেন শতবছরের অধিক সময় ধরে আমাদের এই ধর্মীয় উৎসব চলে আসছে, এখানে পতিটি পুজাম-ব থেকে ঢাকীদের নিয়ে এসে একটি প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়, একই সাথে এই মেলা উপভোগ করতে সকল ধর্মের আমানুষের উপস্থিতি থাকে। আমরা চাচ্ছি এটি প্রতিবছরের ন্যায় আগামীতেও চালিয়ে যাওয়ার আশা রাখি। মেলা কমিটির আরেক সমন্বয়ক পংকজ বালা ডাসার উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য বলেন আমাদের এই মেলা যুগযুগ ধরে সাধারন মানুষের মেলায় পরিনত হয়ে সকলের মেলায় রূপ নিয়েছে। আমি মেলার সফলাতা ও সকলের কল্যাণ কামনা করছি।