শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

চকরিয়ায় হাতধোয়া দিবসে চিত্রাঙ্কনে পুরস্কার দিলেন জেলা প্রশাসক

মনির আহমদ কক্সবাজার
  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

“স্বাস্থ্য সুরক্ষায় পরিরষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”- এ প্রতিপাদ্যে র‌্যালী ও আলোচনা সভা, চিত্রাংকন ও পুরস্কার বিতরনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১৭ অক্টোবর দিনব্যাপী আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা সকাল ১১টায় চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। এ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিন বিকালে হাতধোয়া দিবসের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠানকে আলোকিত করেন কক্সবাজারের নবাগত জেলা প্রশাসকমোহাম্মদ সালাহউদ্দিন। তিনি এসে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্টানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, ছাত্রছাত্রী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে উপস্থিতিদের মাঝে হাত ধোয়ার সরঞ্জাম বিতরন করেন চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আল আমিন বিশ্বাস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com