শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
শরৎ কালের আগমনে ফুটেছে কাশফুল এবারের ক্যামেরা ট্রাপিংয়ে ২১টি বাচ্চার ছবি খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ রাখতে মহেশখালীতে মাজিস্ট্রেটের অভিযান মঠবাড়িয়ায় দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ধনবাড়ীতে এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনের বৃত্তি প্রদান ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্ব ভোগীরা বড় সমস্যা-মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা টঙ্গীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা মোংলায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট, অংশ নিয়েছেন ৮৮জন দাবারু নীহারিকা বিদ্যাপীঠের শুভ উদ্বোধন

নীহারিকা বিদ্যাপীঠের শুভ উদ্বোধন

মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাহাড়ের পাদদেশে নীহারিকা স্কুলের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর (শনিবার) স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে বাংলা মাধ্যমে এ স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। স্কুল মাঠে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর আব্দুর রাজ্জাক এর উপস্থিতে উদ্ভোদক হিসেবে ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও নীহারিকা বিদ্যাপীঠের উপদেষ্টা মো. সরোয়ার-ই- আলম, হাছিনা গাজী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং নীহারিকা বিদ্যাপীঠের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বিদ্যালয়টি উদ্বোধন করেন। চেংটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহাকারি শিক্ষক ও নীহারিকা বিদ্যাপীঠের তত্ত্বাবধায়ক শাহ্ মো. শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব মোজহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক জানান, মানব সভ্যতার প্রথম শিক্ষাই হচ্ছে শিশু শিক্ষা। এই শিক্ষা যথাযথ হলে শিশুর ভবিষ্যৎ বেড়ে ওঠা সুস্থ ও সুন্দর হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ, সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক মো. মোস্তাইন বিল্লাহ, বাঘারচর কলেজের প্রভাষক জাকিউল ইসলাম, জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডাংধরা ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি নীহারিকা বিদ্যাপীঠের উপদেষ্টা সাবের উদ্দিন দেওয়ানী, স্কুলের প্রতিষ্ঠাতাসহ অনেকেই।এ ছাড়াও স্কুলের নবাগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com