বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

নেত্রকোনায় ধান গবেষকদের মতবিনিময় সভা

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও তুষাই পাড়ের কৃষক সংগঠনের আয়োজনে বারসিক নেত্রকোনা সেন্টারের রামেশ্বরপুর কার্যালয়ে স্থানীয় ধানজাত গবেষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ময়মনসিংহ তারাকান্দার সাধুপাড়া, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া, আটপাড়া উপজেলার দূর্গাশ্রম, রামেশ্বরপুর, সদর উপজেলার বিশ্বনাথপুর, কাইলাটি, মৌজেবালি, বামনমুহা ও কলমাকান্দা উপজেলার চন্দ্রডিঙ্গা গ্রামের ১২ জন কৃষক গবেষক অংশগ্রহন করেন। মতবিনিময় সভায় সভাপ্রধানের দায়িত্বপালন করেন নেত্রকোনা জেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপ্রধান কৃষক গবেষক জনাব সায়েদ আহমেদ খান বাচ্চু। নেত্রকোনা অঞ্চলের বিভিন্ন এলাকায় স্থানীয় জাতের ধান নিয়ে গবেষণা গবেষণা,চাষ ,সংগ্রহ ও সংরক্ষণে যে কৃষক কাজ করছেন তাদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ২০০৫ সাল থেকে নেত্রকোনা অঞ্চলে কৃষকের নেতৃত্বে স্থানীয় ধানজাত গবেষণা কার্যক্রম শুরু হয়। গবেষণা কার্যক্রম থেকে বাছাই করা ধান সংরক্ষণ ও সম্প্রসারণের মাধ্যমে বর্তমানে ৪৯ টি গ্রামে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কৃষকেরা পছন্দের ধান বাছাই করে চাষ ও সংরক্ষণ করছেন। এ পর্যন্ত ৬৩ টি ধানজাত কৃষক পছন্দ করে এককভাবে চাষ করছেন। জাতগুলো হলো: মালশিরা, হেকিম ধান, খেকশিয়াল, কাবুনডুলান, রতিশাইল, বিশালী বিন্নি, সুবাশ,আগাম শাইল, তুলসিমালা, গারোবিন্নি, ইয়র চাল, লক্ষ্মীবিলাস, সোহাগ, চিনিশাইল, আইজং, বিরই, রহমাত, বাঁশফুল, সোনালী পাইজাম, ভোলানাথ, ভারত, চিনিগুড়া, সতীন, ঋতুপাইজাম, খাইনল, খামা, গচি, লাফা, বাদশাভোগ, কুমড়ি, সাদাকুমড়ি, কাটারিভোগ, ফুলবাইন, কাডিডিট, সিলেট বালাম, খাইসাবিন্নি, বদ্দিরাজ, জেসমিন, পুইট্টা আইজং, অগনঢেপি জাতগুলো বাছাই করে এলাকার কৃষকেরা চাষ করছে। কৃষক গবেষক হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কালাম, আব্দুল হেকিম, কৃষক আব্দুল কাদির, আব্দুল বারি, সামছুজ্জামান, যুব কৃষক এনামুল খান,আদিবাসি কৃষক তাপস হাজং, উজ্জল হাজং, আব্দুল ওয়াদুদ খান,নুরুল ইসলাম ও কৃষক গবেষক সায়েদ আহমেদ খান বাচ্চু। তারাকান্দার কৃষক আব্দুল হেকিম বলেন, “আমার আবিস্কার করা হেকিম ধান বর্তমানে প্রায় ৯০০ জন কৃষক চাষ করছে। কেন্দুয়ার কৃষক আবুল কালাম বলেন, ‘আমার বাছাই করা মালশিরা ধান, দুই জেলার ৭ উপজেলার ১৩ টি গ্রামের মানুষ এখন চাষ করছে। কৃষক সায়েদ আহমেদ খান বাচ্চু বলেন, আমাদের বীজসম্পদ আজ কোম্পানির প্যাকেটে বন্দি। আমাদের বীজ সম্পদ আমরা কোম্পানির হাতে তুলে দিতে পারিনা। আমাদের এই জাতগুলো সকল জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।বীজের অধিকার আমাদের হাতে নিয়ে আসতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com