বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:০০ অপরাহ্ন

দূষণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : পরিবেশ উপদেষ্টা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার বায়ু, শব্দ, প্লাস্টিক এবং নদী দূষণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে দৃঢ় প্রতিজ্ঞ। গতকাল সচিবালয়ে উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেনের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতকালে তারা বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতা আরো জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবনতি মোকাবেলায় চলমান উদ্যোগ এবং ভবিষ্যতের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জনগণের জন্য একটি পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি পলিথিন ব্যাগ নিষিদ্ধের বর্তমান সরকারের নানা কর্মসূচী বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনে ব্যবস্থাপনা পরিকল্পনাও হালনাগাদ করা হতে পারে। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সংরক্ষণ বিশেষ করে নদী রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, নদীগুলো দেশের জীববৈচিত্র্যের মূলভিত্তি এবং যে কোনো টেকসই পরিচ্ছন্নতার উদ্যোগে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
ইর্মা ভ্যান ডুরেন বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে সহায়তা করার জন্য নেদারল্যান্ডসের প্রস্তুতির কথা জানান।
অনুষ্ঠানে পরিবেশ সচিব, পানি সম্পদ সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা এবং টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকারকে সহযোগিতার শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com