বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন

গণঅধিকার পরিষদ গণমানুকে দুর্নীতি-সন্ত্রাস থেকে মুক্তি দিবে-নুরুল হক নূর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

গণ-অধিকার পরিষদ-এই স্বাধীন বাংলাদেশের গণমানুষের অধিকার, দূর্ণীতি, সন্ত্রাস, অর্থ পাচার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ মানুষের জীবনমান উন্নত সহ নানাবিধ বৈষম্য দূর করে ফ্যাসিবাদী রাজনীতি দূর করার প্রত্যয়ে নিয়ে আন্দোলন, সংগ্রাম, জেল-জুলুম সহ্য করে আগামী বাংলাদেশ গড়ে তুলব। মঙ্গলবার ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের গলাচিপা উপজেলা সদরে সরকারি হাইস্কুল মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে গণসংবর্ধনা ও এক ঐতিহাসিক জনসভায়, প্রধান অতিথি হিসেবে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এ কথা বলেন। গলাচিপা উপজেলা গণ-অধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান খান এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণ-অধিকার পরিষদের উচ্চতর সদস্য মোঃ শহিদুল ইসলাম ফাহিম, সহসভাপতি আবু হানিফ হৃদয়, যুগ্ম সম্পাদক মো. রবিউল ইসলাম, মো. আনিছুর রহমান মুন্না, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ইউনুচ গাজী, পটুয়াখালী জেলা গণ-অধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব মো. শাহ আলম, গলাচিপা উপজেলার সদস্য সচিব মো. জাকির মুন্সী প্রমুখ। গণসংবর্ধনা ও জনসভা সঞ্চালনা এবং উপস্থাপনা করেন মোঃ মোহেব উল্লাহ এনিম। ভিপি নূরের আগমনে পৌর, ইউনিয়ন সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র, ব্যানার, ফ্যাস্টুন শোভাকারে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভিপি নূরকে ফুলের মাল্য দিয়ে শ্লোগানে শ্লোগানে গণসংবর্ধনা মঞ্চে গিয়ে বরণ করে। পুলিশ সহ প্রশাসন সার্বিক ও শান্তিপূর্ণ ভাবে আইন শৃঙ্খলা বজায় রাখে। এছাড়া গণসংবর্ধনা ও জনসভা শেষে উপজেলা অফিসার্স ক্লাবে ভিপি নূর সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হিন্দু-বৈদ্য-ঐক্য-পরিষদ সহ ধর্মীয় সংগঠন ও গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে মিলিত হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com