বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

পঞ্চদশ সংশোধনী রিটে যুক্ত হলো বিএনপি

সাইফুর রহমান:
  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা রিটে সম্পৃক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে রিটের পর আদালত যে রুল জারি করেছিল, তাকে সমর্থন করে আদালতে সহায়তা দিতে দলের পক্ষ থেকে করা বিএনপি মহাসচিবের আবেদন আদালত মঞ্জুর করেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন, শুনানিতে থাকা আইনজীবীদের একজন আনিসুর রহমান রায়হান। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১১ সালে সংবিধানের ওই সংশোধনী সংসদে পাস হয়েছিল। এ সংশোধনীর অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসেবে উল্লেখ করে এর জন্য সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয়েছিল।
সেই সংশোধনীতে একইসাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা, রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন, মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি প্রদান, সংবিধান থেকে গণভোট ব্যবস্থা বাতিল, একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণ অবৈধ ঘোষণা ইত্যাদি বিষয় সংযুক্ত করা হয়েছিল। সেইসাথে ওই সংশোধনীতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছিল।
পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে গত ১৯ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি একটি রিট করেছিলেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে। ওই রুলকে সমর্থন করে আদালতকে সহায়তা করতে পক্ষভুক্ত হতে হাইকোর্টে সোমবার আবেদন করেছিলেন বিএনপি মহাসচিব। আজ শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করল আদালত। এর আগে গত ২১ অক্টোবর আদালতের কার্যতালিকায় ওঠার পর আদালত রুল শুনানির জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেছিল। সে অনুযায়ী, আগামীকাল বুধবার এর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবী আনিসুর রহমান রায়হান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com