আওয়ামীলীগ স্বৈরাচারের সহযোগী সংগঠন জাতীয় পার্টির নেতাকর্মী কর্তৃক ঢাকায় ছাত্র-জনতার ফ্যাসিবাদ বিরোধী মিছিলে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার (২ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার। কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিল শুরু করে চৌমুহনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। আশরাফ উদ্দীন শফির সঞ্চালনায় মিছিলোত্তর সমাবেশে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি শামায়েল রাহমান, শাহ মিসবাহ, তানজিয়া শিশির, জাবেদ রাহমান, রুহুল আমীন, মীর নিজামসহ প্রমুখ। সমাবেশে বক্তারা জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ছাত্রজনতার মিছিলে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের কাঠগড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।