চট্টগ্রামের ফটিকছড়িতে বায়তুশ শরফ কমপ্লেক্স-এর উদ্যোগে পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সাঃ), বার্ষিক সভা ও পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সুন্দরপুর ছাদেকনগর কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জজকোর্টের সরকারী কৌশুলী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দীন। প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ও আলী শাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দীন মাহবুব পিএইচডি। প্রধান আলোচক ছিলেন বুলবুলে বায়তুশ শরফ মাওলানা ক্বাজী শিহাব উদ্দীন। বিশেষ বক্তা ছিলেন জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ, ফটিকছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সের সাবেক সুপার ও দাঁতমারা এবিজেড সিকদার উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আতাউর রহমান, সাবেক সুপার মাওলানা খোরশেদুল আলম হোসাইনী, মাওলানা আলী হোসেন ও মাওলানা নাজিম উদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ত্ব লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মাসুদুর রহমান, প্রতিষ্টাতা পুত্র হাফেজ জাবেদ আলী চৌধুরী, প্রতিষ্টানের সাধারণ সম্পাদক সেলিম আনোয়ার চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য ওবাইদুল হক সওদাগর। অনুষ্টানে বায়তুশ শরফ কমপ্লেক্স থেকে হিফজ সম্পন্নকারী ৪ জন কোরআনে হাফেজকে পাগড়ী প্রদানসহ সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়। এছাড়াও সকালে অভিভাবক সমাবেশ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়। সম্পুর্ন অনুষ্টানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাহফিল বাস্তবায়ন কমিটি আহ্বায়ক আবদুল্লাহ আল-আজাদ চৌধুরী রাসেল ও মাদ্রাসার সুপার মাওলানা মুহরম আলী।