নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার বিকেলে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থানে জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর শপথ গ্রহণ ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতের উপজেলা আমীর ও জেলা মসলিসে শূরা সদস্য মাওলানা মো: হাদিউজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী জামিরুল হক টুটুলের সঞ্চালনায় দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মির্জা আশেক এলাহী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জেলা সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আলমঙ্গীর হোসেন, লোহাগড়া পৌর জামায়াতের আমীর হাফেজ ইমরান হুসাইন, নড়াইল পৌর আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা আমীর হাফেজ মিরাজুল ইসলাম, কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ। বিকেলে সুধী সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার এস এম মোস্তাফা কামাল, জেলা বিএনপির সহ-সভাপতি ও লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, মাওলানা শাফায়েত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্ব নিয়ে ক্ষমতায় যেতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।প্রতিহিংসায় বিশ^াস করেনা জামায়াত। দূর্নীতিমুক্ত সমাজ, আদর্শবান ও সৎচরিত্র ব্যক্তি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে দলটি।